বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

তিস্তা প্রকল্প নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০২:৪৭ পিএম

তিস্তা প্রকল্প নিয়ে চীনের ইতিবাচক প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিস্তা প্রকল্প নিয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চীনে চার দিনের সরকারি সফরে পৌঁছান। সফরের মধ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এর পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন এবং চীনের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ’র সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

 

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

আরবি/শিতি

Link copied!