শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ব্যাংককে ২০তম বিমসটেক মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ প্রতিনিধিদল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১১:২৭ এএম

ব্যাংককে ২০তম বিমসটেক মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ প্রতিনিধিদল

বিমসটেক মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ প্রতিনিধিদল ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক মন্ত্রিপরিষদ সভায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সভায় অংশগ্রহণ করেন সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

আজ সকালে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তিতে সই করেন, যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তব্যে বিমসটেকের মাধ্যমে সামূহিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রতি বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি টানজিবল ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন, বিশেষত বিমসটেক FTA-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করার দিকে মনোযোগ আকর্ষণ করেন।

এ ছাড়াও, তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া ১.২ মিলিয়ন রোহিঙ্গার প্রসঙ্গ উত্থাপন করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, নিরাপত্তা ও অধিকারসহ স্বদেশে ফেরত পাঠানোর জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য আহ্বান জানান।

সভায় বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রাথমিক এজেন্ডা এবং সম্মেলন ঘোষণার খসড়া চূড়ান্ত করেন, যা আগামী ০৪ এপ্রিল, ২০২৪ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২১তম বিমসটেক মন্ত্রিপরিষদ সভা ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার শেষে ২০তম বিমসটেক মন্ত্রিপরিষদ সভার প্রতিবেদন গ্রহণ করা হয়।
 

আরবি/এসএম

Link copied!