মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:৪৫ পিএম

হাতিরঝিলে গুলিতে আহত যুবদল নেতার মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৩:৪৫ পিএম

হাতিরঝিলে গুলিতে আহত যুবদল নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে গুলিবিদ্ধ হয়ে আহত ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সরদার (৩৫) মারা গেছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। তিনি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

হাতিরঝিল থানার এসআই মো. রাসেল বলেন, ‘গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আজ সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

চিকিৎসকদের বরাতে এসআই মো. রাসেল জানান, একটি গুলি আরিফের মুখের ডান পাশ দিয়ে ঢুকে কপালের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

রোববার নিহত আরিফের ছোট বোন লাবনী আক্তার জানান, তাঁর ভাই পেশায় গ্রিলের কাজ করেন। সন্ধ্যায় বাসা থেকে মগবাজার এলাকায় বের হয়েছিলেন। সেখানে তাঁদের মামাদের বাসা। মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করেন। রাতে মগবাজার আমবাগান এলাকায় চার থেকে পাঁচ যুবক কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁকে গুলি ও ছুরিকাঘাতে আহত করেছে বলে খবর পান। পরে হাতিরঝিল থানা পুলিশ তাঁকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য এবং একটি ওয়ার্কশপে কাজ করতেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও দলের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!