ঈদুল আজহাকে সামনে রেখে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়।
সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির প্রাণির চাহিদা বাড়ে। তবে, প্রয়োজনের তুলনায় প্রাণি বেশি থাকায় গবাদিপশু আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের।
জানা গেছে, কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। খামারিরা যেন ন্যায্য দাম পান, সে বিষয়েও নজরদারি করবে সরকার।
আপনার মতামত লিখুন :