সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত মেরাজ মণ্ডল শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা মহল্লার বরকত মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পৌর সদরের পাড়কোলা বাজারের সামনে পাবনাগামী একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতির ট্রাকের সাথে অটোরিক্সার ধাক্কা লেগে যাত্রিবাহী অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিক্সায় থাকা মেরাজ মন্ডল নামের অটোরিকশার যাত্রী নিহত হয়।
এ সময় চালকসহ ৩ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :