ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কোটা সংস্কার আন্দোলন

৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৬:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদের হস্তান্তর করে ডিবি।

এর আগে সমন্বয়কদের অভিভাবক ও বিশিষ্টজনরা তাদের সাথে দেখা করতে যান।

আরও পড়ুন: সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এর আগে, শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবিতে থাকা ছয় সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে আনা হয়। এর পরেরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি।

পরে রোববার (২৮ জুলাই) ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে।

আরও পড়ুন: ডিবি থেকে হারুন বদলি

এরপর থেকেই ডিবি কার্যালয়ে আছেন এসব সমন্বয়ক। ডিবির দাবি করেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।


আরবি/জেআই