ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল

খুলনার সভাপতি রিয়াজুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৬:০২ পিএম
রিয়াজুল হক । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনার দ্বি-বার্ষিক (২০২৪-২৫) সাধারণ নির্বাচনে ভোটাধিকার ভিত্তিতে রিয়াজুল হক সভাপতি নির্বাচিত হয়েছেন। পূর্ববর্তী (২০২২-২৩) কার্যনির্বাহী পরিষদে তিনি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক ছিলেন।

সভাপতি হিসেবে নব-নির্বাচিত মেধাবী এই কর্মকর্তা মাধ্যমিকে বোর্ড স্ট্যান্ড করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারি পরিচালক পদে যোগদান করেন এবং বর্তমানে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন।

রিয়াজুল হক কেন্দ্রীয় ব্যাংকের চাকরির পাশাপাশি তিনি নিয়মিত ভাবে বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখে থাকেন। তিনি একজন মোটিভেশনাল স্পিকার এবং সুবক্তা। ইতোমধ্যে তার চারটি বই প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের অফিসার ও তদূর্ধ্ব পর্যায়ের সকল কর্মকর্তা কাউন্সিলের সদস্য হয়ে থাকেন এবং তারাই ভোটাধিকার প্রয়োগ করে থাকেন।