ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
অসযোগ আন্দোলন

সরকার পতনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১২:১৮ পিএম

সরকার পতনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী ছাত্র আনোন্দোল ডাকা এক দফা দাবিতে সারা দেশের চলছে অসহযোগ আন্দোলন। এবার সরকার পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিএনপি পন্থী আইনজীবীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান।

এর আগে, লাঠি হাতে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করে একদল যুবক। এ সময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইটপাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে।

রোববার (৪ আগষ্ট) বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, অসহ‌যোগ আন্দোলন‌কে সমর্থন জা‌নি‌য়ে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে টাঙ্গাইলে বিএন‌পিপন্থী আইনজী‌বীরা। আজ সকাল সা‌ড়ে ১০টার দি‌কে জাতীয়তাবাদী আইনজী‌বী ফোরামের উদ্যো‌গে তারা বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন। 

 

আরবি/জেআই

রূপালী বাংলাদেশ

Link copied!