ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সারাদেশে ৬৬ স্থানে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে প্রাণহানির খবরও পাওয়া গেছে। এর মধ্যে সারাদেশে বিভিন্ন স্থানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।


ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, রাত সাড়ে ৯ টায় দেয়া তথ্য মতে, সারা দেশে ৬৬ টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। চলমান আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ, সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাধায় আগুনের অনেক ঘটনায় ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি ফায়ার সার্ভিস।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আমরা সন্ধ্যা সাড়ে ৯ টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে মোট ৬৬টি আগুনের কল পেয়েছি। এর মধ্যে শুধু ঢাকাতেই ২৭টি। অনেক ঘটনায় পরিস্থিতি ও বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বাধার সম্মুখীন হয়েছে ফায়ার সার্ভিস।


তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সারাদেশের অগ্নিসংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তা জানানো হবে।

আরবি/কেএম