ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় সংসদ বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৩:২৫ পিএম

জাতীয় সংসদ বিলুপ্ত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সন্ধ্যায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টায় চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ বিলুপ্ত করা হয়। বঙ্গভবন সূত্র বিয়ষটি নিশ্চিত করেছে। এর আগে আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বঙ্গভবন সূত্র আরও জানায়, আজ সন্ধ্যার পর যে কোন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে।

 

 

 

আরবি/জেআই

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!