ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

বাসসের নতুন এমডি মাহবুব মোর্শেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।

চুক্তিতে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।