ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

২৫ আগস্ট থেকে চলতে পারে মেট্রোরেল, বন্ধ থাকবে যে ২টি স্টেশন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০১:২৭ পিএম

২৫ আগস্ট থেকে চলতে পারে মেট্রোরেল, বন্ধ থাকবে যে ২টি স্টেশন

ছবি: সংগৃহীত

সম্প্রতি কর্মবিরতি কর্মসূচি পালন করেছে মেট্রোরেলের কর্মচারীরা। কর্মসূচি পালনের পর মঙ্গলবার (২০ আগস্ট) নিজ নিজ কাজে যোগদান করেছেন তারা। আর তাই আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তবে কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। এ দুটি মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তায় বন্ধ থাকবে কার্যক্রম। পাশাপাশি স্টেশন দুটি কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবি/জেআই

Link copied!