ঢাকা: জনতারোষানলে পতন হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১২টার পর রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে।
এর মধ্যে আহমদ হোসেনকে রাজধানীর বনশ্রী থেকে এবং তাজুল ইসলামকে গুলশান থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আহমদ হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। এছাড়া তিনি বিগত সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।
আর এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের পাঁচবারের সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।