ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ভিসি নিয়োগে নিরপেক্ষ শিক্ষক খোঁজা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:৪২ পিএম

ভিসি নিয়োগে নিরপেক্ষ শিক্ষক খোঁজা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

ছবি: রূপালী বাংলাদেশ

ভিসি, প্রোভিসি, ট্রেজারার ও রেজিষ্ট্রার নিয়োগে নিরপেক্ষ শিক্ষক খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, শিক্ষকদের যেভাবে নামানো হয়েছে, সেটা দৃষ্টিকটু। কাউকে নামানো বা সরানোর সঠিক পথ আছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কি না সে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে। পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কীভাবে হবে তা-ও বোর্ড সিদ্ধান্ত নেবে।

পরীক্ষা বাতিলের বিষয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এইচএসসি পরীক্ষা অর্ধেক হয়ে গিয়েছিল। গতকাল অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক। বোর্ড বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়ে আরও যৌক্তিক চিন্তাভাবনার অবকাশ ছিল। ১২-১৩ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে।

আরবি/জেআই

Link copied!