ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৯:৪২ এএম

৩৭ দিন পর চালু হলো মেট্রোরেল

ছবি: সংগৃহীত

দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ৩৭ দিন বন্ধ ছিল মেট্রোরেল। অবশেষে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ থেকে যাত্রী সেবা দেয়া শুরু করেছে মেট্রোরেল।

রোববার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নতুন সূচি প্রকাশ করেছে।

এতে জানানো হয়, যাত্রীদের জন্য মেট্রোরেল ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলি ডিএমটিসিএলের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামা ও যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। 

আরবি/জেআই

Link copied!