ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০২:৪৯ পিএম

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৮ আগস্ট) এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই; এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নহে, তাই দলটির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক মতবিনিময় সভায় বলেন, ছাত্র-জনতার আন্দোলন ডাইভার্ট করতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার। আজ আমাদের সংগঠন নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হলো।

আরবি/জেআই

Link copied!