ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আন্দোলনে হাফেজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৭:১৪ পিএম

আন্দোলনে হাফেজ হত্যায় শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহারের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে নিহতের প্রতিবেশী চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা ৯ নম্বর সেক্টরে আধুনিক মেডিকেলের পাশের রাস্তায় গুলিতে গুরুতর আহত হন হাফেজ মাওলানা বাহার। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য আরজিতে বর্ণিত আসামিরা পরস্পর যোগসাজশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।

আরবি/এফআই

Link copied!