ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বন্যার্তদের যৌথভাবে ঢাকা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:১৬ পিএম

বন্যার্তদের যৌথভাবে ঢাকা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা

ছবি: রূপালী বাংলাদেশ

দেশের ফেনী ও কুমিল্লা জেলার ১৫০০ বন্যার্তদের যৌথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করছে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, এ-প্যাড বাংলাদেশ, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং ডিএইচইএম ফাউন্ডেশন।

বাংলাদেশের পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বঞ্চলীয় জেলাগুলির বন্যা পরিস্থিতির বিপর্যয় হলে গত ৩১ আগস্ট থেকে সিআইএস ও এ-প্যাড ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠিকে জরুরী খাদ্য এবং স্বাস্থ্যসেবা প্রদান করছে।

এলাকায় ১০ জন ডাক্তারসহ ১৬ জনের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দল দিনব্যাপী দূর্গত মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে, বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হেয়ছে।

বিজ্ঞপ্তির মধ্যমে প্রকাশ, ফেনী ও কুমিল্লা জেলায় ১৫০০ দূর্গত মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা, প্রয়েজনীয় ওষুধ বিতরণ করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরবি/জেডআর

Link copied!