ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
অধিকারের প্রতিবেদন

আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৮:০৪ পিএম

আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪৫

ফাইল ছবি

দেশে চলতি বছরের ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯৩ জন রাজনৈতিক সহিংসতায় নিহত হন। আর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর (৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) দেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে ৫২ জনের। এ দুই মাসে মোট ১৪৫ জন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) মানবাধিকার সংগঠন অধিকারের দেয়া মানবাধিকার–সংক্রান্ত ত্রৈমাসিক (জুলাই থেকে সেপ্টেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় ২৫৪ জন নিহত হয়েছেন। এ সময় এই ধরনের সহিসংতায় আহত হয়েছেন ৮ হাজার ২৯৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই থেকে আগস্ট মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হন এক হাজার ৫৮১ জন। এই তথ্যগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও জাতীয় নাগরিক কমিটি থেকে নেয়া হয়েছে। সংখ্যাটি জুলাই-আগস্টের গণহত্যার মোট মৃতের সংখ্যা। অধিকার জানায়, জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধান ও তালিকা তৈরির কাজ করে চলেছে।

অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকারকর্মীদের পাঠানো প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে তিন মাসের মানবাধিকার প্রতিবেদনটি তৈরি করেছে এই মানবাধিকার সংগঠনটি।

প্রতিবেদনটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ (ক): ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সময়ের মধ্যে কর্তৃত্ববাদী শাসক হাসিনার শাসনকাল সম্পর্কিত বিষয়গুলো আলোচিত হয়েছে।

দ্বিতীয় ভাগ (খ): ৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ের উল্লেখযোগ্য বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে।

তৃতীয় ভাগ (গ): ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া প্রতিবেদনে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালে বাংলাদেশের কোনো সরকার না থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!