ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
বঙ্গোপসাগরে লঘুচাপ

দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:০৫ এএম

দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের কারণে এ কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ ছাড়া বাংলাদেশ উপকূল এবং এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এলাকায় অন্য একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ পরিস্থিতি আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরবি/জেআই

Link copied!