ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

আগে রাষ্ট্র গঠন, তারপর সরকার নির্বাচন: ফরহাদ মজহার

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৫:০৪ পিএম

আগে রাষ্ট্র গঠন, তারপর সরকার নির্বাচন: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, আগে রাষ্ট্র গঠন, তারপর সরকার নির্বাচন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব। কারণ রাষ্ট্র গঠন আগে, তারপর আসবে সরকার নির্বাচন। যেখানে জনগণ নতুন রাষ্ট্র গঠন করতে পারবে। জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না।

তিনি বলেছেন, সব স্থানে জনগণের মতামত নিতে হবে। এখন জনপ্রশাসনে বিদ্রোহ চলছে। এসব নিয়ন্ত্রণে আনতে হবে। তাই রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে। আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে গঠন করার একটি গঠনমূলক প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর দেয়া দরকার বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

আরবি/এফআই

Link copied!