ঢাকা: অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার রাতে বৈঠকে বসছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান রূপালী বাংলাদেশকে জানান, যতদূর জানি বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে কেবিনে চিকিৎসাধীন আছেন। রাতে মেডিকেল বোর্ড বৈঠকে বসার কথা রয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো ফিটনেস আছে কি না তা পর্যালোচনা করা হবে মেডিকেল বোর্ডের সভায়। একইসঙ্গে তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া বিষয়টিও আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত ২১ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ জুন তার সফল অস্ত্রোপচার হয়।
আপনার মতামত লিখুন :