ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ

কাজীপুরে নদী ভাঙ্গন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৯:৫৬ পিএম

কাজীপুরে নদী ভাঙ্গন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ভাঙ্গন কবলিত হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে ৮ ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেবা কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫এ২-এর জেলা গভর্নর মোহাম্মদ হানিফ, এমজেএফ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জের সাবেক সভাপতি লায়ন মো. শাহিন আকতার জোন চেয়ারপারসন (ক্লাব)। 

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-এ দুই জেলার গভর্নর লায়ন মোহাম্মাদ হানিফ চলতি বছরের ‘মানবতা আমাদের অনুপ্রেরণা’ স্লোগানে LCIF EMERGENCY GRANT-এর অর্থায়নে ও লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার সার্বিক সহযোগিতায় কাজিপুর উপজেলায় এই মানবিক সহায়তা প্রদান করে।

তাদের প্রত্যেকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, আলু, লবণ চিড়া, পেঁয়াজ, সাবান, তেল ও গুড় সহায়তা দেয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন লায়ন এজাজ আহমেদ, ক্যাবিনেট সেক্রেটারি, লায়ন্স সামিউল মোক্তাদির এমজেএফ, জিএলটি, লায়ন এসএম শরিফুল ইতিহাস পিএমজেএফ, লায়ন লিটল আহমেদ ও লায়ন মাসুদ করিম, রিজিওনাল চেয়ারপারসন (ক্লাব) প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন মো. হাসানুর রহমান, লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন, লায়ন মো. মোহাম্মদ আলী  জিন্নাহ, লায়ন টিএম রুহুল আমিন, লায়ন্স মো. জাহিদুল ইসলাম, লায়ন আসাদুজ্জামান খান মিলন, দোলা, কামরুল, মমিন, শাহাদাত, শিউলি আকতার ও আশরাফ প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!