ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

বিএসএমএমইউ চিকিৎসক নিপুন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর থেকে নিপুণকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (মিডিয়) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বিএসএমএমইউয়ের সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুনকে গ্রেপ্তার করা হয়েছে।