ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এডিস মশা ধ্বংসে কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৭:১৮ পিএম

এডিস মশা ধ্বংসে কার্যক্রম পরিচালনা করছে ডিএসসিসি

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: এডিস মশার প্রজননস্থল ধ্বংসে যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সম্প্রতি সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে, বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ড. মহ. শের আলী।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক ড. মহ. শের আলী বলেন, সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, এর প্রেক্ষিতে মৃত্যু হারও বেড়েছে। ফলে গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রচার ও প্রকাশ হচ্ছে। যদিও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আমরা যথাযথ গুরুত্ব সহকারে প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করে চলেছি। তারপরও নানা কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম যথাযথভাবে গণমাধ্যমে প্রতিফলিত হচ্ছে না৷

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে যেসব রোগী মারা যাচ্ছেন, তাদের মধ্যে অনেকই ঢাকার ২ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার বাসিন্দা নন। তবুও সকল রোগীর আবাসস্থলকে কেন্দ্র করে বিশেষ চিরুনি অভিযান পরিচালনার মাধ্যমে আমরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করে চলেছি।

 

আরবি/এস

Link copied!