ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পার্বত্য জেলাগুলোতে চলছে অবরোধ-পরিবহন ধর্মঘট

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো আজও পার্বত্য জেলাগুলোতে অবরোধ চলছে। সেই সঙ্গে রাঙামাটিতে অব্যাহত আছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। তবে এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

তবে বন্ধ রয়েছে গণপরিবহন। ছাড়ছে না দূরপাল্লার বাস। জেলা শহরে সীমিত পরিসরে চলছে তিন চাকার বাহন। আটকা পড়েছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা। বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফেরাতে যৌথভাবে কাজ করছে ‘শান্তি সম্প্রীতি কমিটি’।

রাঙামাটিতেও অবরোধের কারণে বন্ধ রয়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক-শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

জেলা সদরে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা অব্যাহত আছে আজও। তাই দোকানপাটও বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। শহরজুড়ে আইনশৃঙ্খরা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে গণপিটুনিতে নিহত মো. মামুন হত্যা মামলায় তার স্ত্রী সদর থানায় ৩ জনের নামে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। অপরদিকে, দিঘীনালার সহিংসতার ঘটনায় এখনও কোন মামলা হয়নি।