মজুরি বৃদ্ধি এবং প্রতি বছরে ১০ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’সহ ১৮ দফা দাবি নিয়ে প্রায় এক মাস যাবত আন্দোলন করছিলেন পোশাক খাতের শ্রমিকরা। আর তাদের এই আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল অধিকাংশ পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়ে।
তবে গতকাল সরকার শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায় আজ অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আর এতে করে পোশাকশিল্পের চলমান অস্থিরতা কাটিয়ে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা। তবে বেতন-সংক্রান্ত জটিলতাসহ কিছু সমস্যা থাকায় ১৯টি কারখানা এখনো বন্ধ রয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, ঘোষবাগ এলাকা ঘুরে সেখানকার কারখানাগুলোতে কাজে যোগ দিতে দেখা যায় পোশাকশ্রমিকদের।
শ্রমিকদের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, অধিকাংশ কারাখানায়ই পোশাকশ্রমিকরা কাজে ফিরেছেন। তবে সাভার ও আশুলিয়ায় শ্রম আইন-২০০৬-এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৪টি কারখানা। এ ছাড়া ৫টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
আর্থিক সংকটের কারণে বেতনসংক্রান্ত জটিলতাসহ কিছু সমস্যা থাকায় কারখানাগুলো বন্ধ রেখেছেন কারখানা কর্তৃপক্ষ। বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে চামড়াজাত পণ্য, খাদ্যপণ্য প্রস্তুতকারী কারখানাসহ অন্য তিন থেকে চারটি কারখানা রয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে বিজিএমইএ। তাই সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম, শারমিন, নাসাসহ অনেকগুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে। তবে কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য এখনও বন্ধ রয়েছে। এ ছাড়া নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে দাবি নিয়ে কর্মবিরতি পালন করেন।
আপনার মতামত লিখুন :