ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানালেন আজহারী

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৩২ পিএম

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানালেন আজহারী

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সকল ক্ষেত্র সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। আর অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই। তবে সংস্কারের নামে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধ বিরোধী কোনো নীতিমালা কিংবা আইন যেন প্রণয়ন করা না হয়; সেই প্রত্যাশা রাখি।

তিনি আরও বলেন, এদেশের মানুষের মূল্যবোধের জায়গাটা খুবই স্পর্শকাতর। নীতিনির্ধারকগণ সেটা আমলে নেবেন আশা রাখি।

মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন।

২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন। মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন।
 

আরবি/এফআই

Link copied!