ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ঢাকাস্থ ইতালি দূতাবাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৯:৫৪ পিএম

ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ঢাকাস্থ ইতালি দূতাবাস

ফাইল ছবি

দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদন দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

দূতাবাসটিতে বর্তমানে প্রায় ৪০ হাজারের অধিক ভিসার আবেদন বিবেচনাধীন। প্রক্রিয়া সম্পাদন করে ইতোমধ্যে তারা স্ব-স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেয়া শুরু করেছে। এ কারণে তাদের কনস্যুলার শাখার লোকবল বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আগামী দুই মাসের মধ্যে অন্তত ২০ হাজার আবেদনের বিষয়ে সিদ্ধ্বান্ত গ্রহণ করে পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস।

দূতাবাসটি বলছে, কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, ভিসা প্রদানে প্রয়োজনীয় সময় এবং তার আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য।

আরবি/ এইচএম

Link copied!