সাবেক রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে ধরতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম। বুধবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে তার নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ পুরস্কার ঘোষণা করেন।
জানা গেছে, আশরাফুল ইসলাম ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি। তিনি ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলেও জানা গেছে।
ফেসবুক পোস্টে আশরাফুল ইসলাম লিখেছেন, ‘রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি মন্ত্রী এই নিউজ চাই না। আর র্যাব, ডিবি, রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র্যাব ডিবিকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’