ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

৩ মাস পরে নির্বাচনের সময়সীমা নির্ধারণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ১১:২৪ পিএম

৩ মাস পরে নির্বাচনের সময়সীমা নির্ধারণ

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা শেষে তিন মাসের মধ্যে সরকারকে তাদের কর্মপরিকল্পনা বিষয়ে একটি রিপোর্ট দেবে। আর সেই রিপোর্টগুলো বিশ্লেষণ করেই ঘোষণা করা হবে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ।

শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের প্রথম দিন শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে এই তিন মাসে নির্বাচনের কাজও চলমান থাকবে বলে জানান তিনি।

এদিকে, একই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, সংলাপে সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী দলকে সমর্থন দিয়েছে।

এ সময় তিনি আরও জানান, জুলাই-আগস্ট আন্দেলনে গণহত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!