ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ফুটবল বিশ্বে নতুন রেকর্ড

শীর্ষে আর্জেন্টিনা, সেরা বিশে নেই ব্রাজিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৪:৩০ পিএম

শীর্ষে আর্জেন্টিনা, সেরা বিশে নেই ব্রাজিল

ফাইল ছবি

বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই পুরো বিশ্বে উত্তেজনা। দুই দলের মুখোমুখি খেলা হোক বা না হোক কথার লড়াইয়ে মেতে থাকবে সমর্থকরা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব কেবল আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই পড়ে। দুই দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয় সারা বিশ্ব। তবে এবার বিরল রেকর্ডের স্বাক্ষী হয়েছে এই দুই দেশ। যেখানে আলবিসেলেস্তেদের জন্য সুখবর থাকলেও, দুঃসংবাদ পেয়েছেন সেলেসাওরা।

চলতি দশকে বেশ কিছু বড় ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। সেই ধারাবাহিকতায় ফুটবল জগতেও হয়েছে বেশ কিছু নতুন রেকর্ড।

এই দশকেই ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। এরমাঝে দুবার কোপা আমেরিকার শিরোপাও জিতেছে তারা, সঙ্গে আছে একটি ফিনালিসিমার ট্রফিও।

এ ছাড়া জয়ের পরিসংখ্যানও বলছে, এই দশকে এখন পর্যন্ত সবচেয়ে আধিপত্য বিস্তার করা দলটির নাম আর্জেন্টিনা। ট্রান্সফারমার্কেটের ১০ অক্টোবর পর্যন্ত করা হিসাব অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি ৪৮ ম্যাচ জিতেছেন মেসিরা।

এ তালিকায় দ্বিতীয় নামটি অবশ্য একটু অবাক করার মতোই। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জেতা দলটি মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি জিতেছে ৪৫ ম্যাচ। আর তিনে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল জিতেছে ৪১ ম্যাচ, যদিও এ সময়ে কোনো শিরোপা জেতা হয়নি দেশটির।

তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই তালিকার সেরা দশে নেই ব্রাজিল, ফ্রান্স, কিংবা জার্মানি। এর মধ্যে ব্রাজিল আছে একদম ব্যাকফুটে। বিপর্যয়ের মধ্যে থাকা ব্রাজিল ম্যাচ জয়ের তালিকায় আছে ২১ নম্বরে। ১১ অক্টোবর পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে তারা জিতেছে ৩৪ ম্যাচে। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির অবস্থা অবশ্য আরও খারাপ। ৫৮ ম্যাচে তাদের জয় ২৮টিতে, অবস্থান ৩২ নম্বরে।

আরবি/এফআই

Link copied!