ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৮:৪৫ পিএম

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নতুন প্রধান হিসাবে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ   যোগদান করেছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ে দায়িত্বভার গ্রহণের পর অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মতিউর রহমান বিসিএস ক্যাডার (পুলিশ) ১২তম ব্যাচে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। বিগত সরকারের সময় তিনি সুবিধাবঞ্চিত ছিলেন। সরকার পরিবর্তনের পর তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর অতিরিক্ত আইজিপি হিসেবে পুনরায় পদোন্নতি দেওয়া পর তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

আরবি/ এইচএম

Link copied!