ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদপুরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০১:০২ এএম

মোহাম্মদপুরে গুলিবিদ্ধ  যুবকের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহত যুবক শাহনেওয়াজ কাল্লু (৩৭) শনির আঁখাড়ায় একটা ফাস্টফুড দোকানে কাজ করতো। নিহত শাহনেওয়াজ কাল্লু জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের নিহত সিদ্দীকের ছেলে।

শাহনেওয়াজ কাল্লু দোকান থেকে চা নিয়ে বাসায় যাওয়ার সময় শরীরে ৮ টি গুলি লেগে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে গুলিবিদ্ধ যুবককে চিকিৎসক মৃত ঘোষণার পর মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তারা পরবর্তি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নিহতের বোন নাসরিন জানান, তারা জেনেভা ক্যাম্পের ৮ নম্বর রোডে থাকেন। একটি রেস্টুরেন্টে চাকরি করেন শানেমাজ। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন হুমায়ুন রোডে জালাল ডেকোরেটরের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরিক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।

রাতে এই প্রতিবেদন লেখার সময় মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. মনিরুজ্জামান বলেন, সেখানে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির খবর আমরা পেয়েছি। একজন নিহতের খবরও শুনেছি। আমাদের একটা দল ঘটনাস্থলে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!