সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার মধ্যরাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করে ডিএমপির কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে কাফরুল থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।
কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
একাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রীসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান ছিল না।
আপনার মতামত লিখুন :