গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ক্রমাগতই আত্মগোপনে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় দলটির আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়দুল হক সুমন (ব্যারিস্টার সুমন)ও অন্যান্যদের মত দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। তবে, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পুলিশের কাছে আটক হয়েছেন বলে গুঞ্জন ওঠেছে।
সোমবার (২২ অক্টোবর) দিনগত রাত ১ টা ১৯ মিনিটের সময় বেরিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট দেন।
পোষ্টে তিনি লিখেন, `আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।`

তার এই পোষ্টকে ঘিরে রিতিমতো আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। তবে তিনি আটক হয়েছেন কিনা এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি।