ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বিডিআর বিদ্রোহ নিয়ে যে দাবি জানালেন হাসনাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৪:৪৪ পিএম

বিডিআর বিদ্রোহ নিয়ে যে দাবি জানালেন হাসনাত

ছবি, সংগৃহীত

ঢাকা: ২০০৯ সালের (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে হাসনাত লিখেছেন, এটা বিডিআর বিদ্রোহ নয়; এটি হলো বিডিআর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই হত্যাকাণ্ডের বিচার সবার আগে প্রয়োজন। যত দ্রুত সম্ভব।

উল্লেখ্য, ২০০৯ সালের ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়। বিডিআরের দরবার হল থেকে শুরু হয়ে নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে এই বিদ্রোহ শেষ হয় পরদিন। পিলখানায় বিদ্রোহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে জওয়ানরাও বিদ্রোহ করে।

আরবি/এস

Link copied!