ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ টেঁটাবিদ্ধ ২

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৩:১৮ পিএম

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ টেঁটাবিদ্ধ ২

ছবি, সংগৃহীত

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এরমধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০) নামে ২ জন টেঁটাবিদ্ধসহ ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন।

সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ বলেন, বিনা উসকানিতে মিকাইল শেখের লোকজন আমাদের ওপর হামলা করে। পরে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে আরেক পক্ষের মিকাইল শেখ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে খসরুল আলম শেখের লোকজন আমাদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে এটি সংঘর্ষের রূপ নেয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরবি/এস

Link copied!