ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১২:৪৪ পিএম

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, চার বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

নীলফামারীর ডিমলায় ঠাকুরগন্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছে পাসপোর্ট বা ভিসা ছিল না। দালালের সহায়তায় তাঁরা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।  

সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১ দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্ত এলাকার ৭৯২/৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে চারজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতে পাচারের সহায়তাকারীরা পালিয়ে যান।

পরের দিন মঙ্গলবার দুপুরে তাঁদের ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আটক চারজনসহ ১০ জনের নামে ডিমলা থানায় একটি মামলা করে বিজিবি। 

আটককৃতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের  শম্বু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত (২৬), নীলফামারী সদর উপেজলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায়  (১৮) ও পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র ছেলে উত্তম রায় (১৯)। 

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ঠাকুরগন্জ বিওপি‍‍`র সদস্য নায়েব সুবেদার সুকুমার রায় বাদী হয়ে ১০ জনের  নাম উল্লেখ করে ডিমলা থানায় মামলা করেছেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, তাঁরা টাকার বিনিময়ে স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে তাঁদের আটকের সময় ঘটনাস্থল থেকে দালাল চক্রের সদস্যদের আটক করতে পারেনি বিজিবি। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, আটকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।

আরবি/জেডআর

Link copied!