ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

২০১৮ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে: আউয়াল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০১:১৯ পিএম

২০১৮ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে: আউয়াল

ছবি: সংগৃহীত

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)  দুপুর ১২ টায় পদত্যাগের ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে যে সংস্কার তার সাধুবাদ জানাই।’ এছাড়াও কাজী হাবিবুল আউয়াল আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিন পদত্যাগের ঘোষণা দিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতির কাছে আমরা পদত্যাগপত্র জমা দেব।

বৃহস্পতিবার বেলা ১২ টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে  ১২টা ১৩ মিনিটে সাংবাদিকদের উপস্থিতিতে পদত্যাগ পত্রে সই করেন তিনি।

হাবিবুল আউয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি চার সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও পদত্যাগ করছেন বলে জানান সিইসি।

পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাংবাদিকদের  পরিচয়পত্র ছাড়া সংবাদ সম্মেলনে প্রবেশের নিষেধাজ্ঞাজারি করা হয়েছিল।

এর আগে, সংবাদ সম্মেলনের আগে বেলা ১১টায় ইসি সচিবালয়ের সব কর্মকর্তার সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ করছেন নির্বাচন কমিশন।

আরবি/জেআই

Link copied!