ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি হবে বৃহস্পতিবার। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ক দুটি রিভিউ আবেদনের শুনানি একসাথে হবে বলে জানিয়েছেন চেম্বার আদালত।
রিভিউ আবেদনকারীর আইনজীবী জয়নুল আবেদীন জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর লক্ষ্যে রায় পুনর্বিবেচনার এ আবেদন করেন। বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকার শুরুতেই থাকতে পারে এই আবেদন দুটি।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। ২০১১ সালের ১০ মে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন।
এর মাস দেড়েক পরই ৩০ জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
আপনার মতামত লিখুন :