ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
কমলাপুর স্টেশন

ঢাকা থেকে দুই ট্রেনের যাত্রা বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১২:৪৮ পিএম

ঢাকা থেকে দুই ট্রেনের যাত্রা বাতিল

ছবি: সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ে পরেছে বাংলাদেশ রেলওয়ে।  

শুক্রবার (২৫ অক্টোবর) রাতের এ দুর্ঘটনার ফলে ঢাকায় আসা-যাওয়া করা ট্রেনগুলো ৫-৬ ঘণ্টা বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিলম্বের কারণে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিটে।

 

আরবি/জেআই

Link copied!