ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

তাপমাত্রা কমার পূর্বাভাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১২:৪৭ পিএম

তাপমাত্রা কমার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানানো হয়।

এতে আরো বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার করে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আরবি/এফআই

Link copied!