ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
সমাজকল্যাণ উপদেষ্টা

মেধাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৪:১৭ পিএম

মেধাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই

ছবি: সংগৃহীত

নারী, শিশু ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তী সরকার। আমরা মেধাকে প্রাধান্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদের সামনে যে সুযোগ এনে দিয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এদেশে আর কোনো বৈষম্য থাকবে না। আপনাদের সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বো।

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখেছিলাম। আমার পরিবারের অনেকেই মুক্তিযোদ্ধা, আমাকেও দেয়া হয় উপাধি। ৭১-এর মুক্তিযুদ্ধ খুব কাছ থেকে দেখেছি। স্বাধীনতার আনন্দ আমরা বেশিদিন ধরে রাখতে পারিনি। যেলক্ষ্যে স্বাধীনতা, সে লক্ষ্য অর্জন হলো না। গণতন্ত্র ভূ-লুণ্ঠিত হলো। যারা দেশকে মুক্ত করেছিলেন, তারা দেশের দ্বায়িত্বে আসতে পারলেন না। ফিরে যান নিজ নিজ কাজে।

তিনি আরও বলেন, ৭১-এর যেই মুক্তিযুদ্ধ হয়েছিল, যে অসম্পূর্ণ কাজগুলো রয়ে গিয়েছিল, তার কারণেই, সেই অসম্পূর্ণ থেকে যাওয়া কাজের জন্য জুলাই গণ-অভ্যুত্থান হলো। আমরা যেনো এই শহীদদের যথাযথ সম্মান দিতে পারি।

আরবি/এফআই

Link copied!