ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ঘুমন্ত দৈত্য জেগেছে, ভারতকে নিয়ে সতর্ক হ্যাজলউড

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৩:৪৪ পিএম

ঘুমন্ত দৈত্য জেগেছে, ভারতকে নিয়ে সতর্ক হ্যাজলউড

ছবি: সংগৃহীত

দুই যুগ পর ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। নিউজিল্যান্ডের সাথে এই সিরিজের মধ্য দিয়ে দেশটির ক্রিকেটাঙ্গনে গেল গেল রব পড়ে গেছে।

ভারতের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ। ১০ নভেম্বর ভারতীয় টিম অস্ট্রেলিয়া যাবে। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাস্কার ট্রফিতে রয়েছে একটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচও। প্রবল চাপে ভারতীয় দল।

তবে নিউজিল্যান্ডের কাছে ভারতের এই হারকে অস্ট্রেলিয়ার জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন জস হ্যাজেলউড। অসি এই তারকা পেসার মনে করছেন, ভারতকে হারিয়ে ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে হ্যাজেলউড বলেন, ‘এই সিরিজ হার হয়তো ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে। ওরা (ভারত) এলে বুঝতে পারব কী পরিস্থিতি।’

ভারতীয় বোর্ড অনেক আগেই বর্ডার-গাভাস্কার ট্রফির স্কোয়াড ঘোষণা জানিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া এখনও ঘোষণা করেনি। তবে জশ হ্যাজলউড যে থাকবেন, এ বিষয়ে নিশ্চিত। ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখ রয়েছে।

এ বিষয়ে হ্যাজেলউড বলেন, ‘ভারতীয় দলের অনেকেই অস্ট্রেলিয়ায় খেলেছে। কিন্তু কয়েকজন ব্যাটার প্রথমবার। ওরা কিন্তু একটু হলেও দ্বিধায় থাকবে এখানে কী করতে হবে। আগে থেকে কিছু বলা সম্ভব নয়।’

আরবি/এফআই

Link copied!