ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নতুন উপদেষ্টা পরিষদে আলোচনায় যারা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৪:৩৫ পিএম

নতুন উপদেষ্টা পরিষদে আলোচনায় যারা

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো পাঁচ জন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন এই উপদেষ্টারা শপথ নিবেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

নতুন উপদেষ্টা পরিষদে সম্ভব্য যারা আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন - বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে সদ্য পদত্যাগ করা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া একজন বিশেষজ্ঞ চিকিৎসক এই নতুন উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারেন বলে জানা গেছে। জানা গেছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হেসেন জিল্লুর রহমানেরও নাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

আরবি/এস

Link copied!