ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সারাদেশে কাস্টমসের ৩২১ জন রাজস্ব কর্মকর্তা বদলি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৯:৪০ পিএম

সারাদেশে কাস্টমসের ৩২১ জন রাজস্ব কর্মকর্তা বদলি

ছবি: সংগৃহীত

রাজস্ব কর্মকর্তা (আর ও) পদ মর্যাদার ৩২১ জন কর্মকর্তাকে এক সাথে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ দেওয়া হয়। এর আগে কমিশনার, অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপ কমিশনার ও সহকারী কমিশনারদের বদলী করা হয়।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, জাতীয় বাজেট পাসের পর এনবিআরসহ বিভিন্ন কাস্টমস হাউজে, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিপ্তরে, বন্ড কমিশনারেটে, শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে রদ বদল করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টম ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিবার বলা হয়েছে, শুল্ক আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারি করা হলো।

আগামী ১৭ নভেম্বর মধ্যেই স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত ও নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য “সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো” এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।

আরবি/জেডআর

Link copied!