ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে: উপদেষ্টা ফারুকী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:১১ পিএম

একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে: উপদেষ্টা ফারুকী

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুকী বলেন, ‘আগামী বছরের বইমেলা শুধুমাত্র বাংলা একাডেমি প্রাঙ্গনে করতে গণপূর্ত মন্ত্রণালয় চিঠি দিলেও আগের মতোই সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজনের বিষয়েও কাজ চলছে। আশা করি সোহরাওয়ার্দীতেই হবে।’

গত ৬ নভেম্বর বাংলা একাডেমিকে দেওয়া এক চিঠিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যানে নয়, করতে হবে একাডেমি প্রাঙ্গনে। আগে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গনেই হতো। তবে প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত প্রায় ১ দশক ধরে একাডেমি প্রাঙ্গনের পাশাপাশি সোহরওয়ার্দী উদ্যানেও বৃদ্ধি করা হয়েছে মেলার ব্যাপ্তি।

১৯৭২ সালে ভাষার মাসে বাংলা একাডেমির চত্বরে চাটাই বিছিয়ে বই বিক্রি শুরু করেছিলেন মুক্তধারা প্রকাশনার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহা। ১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর একুশে গ্রন্থমেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে। ২০২১ সাল থেকে মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর একুশে বইমেলা।

আরবি/এস

Link copied!