ঢাকা: শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সহসাই বাজার নিয়ন্ত্রণে আসবে না, সময় লাগবে। তবে সরকার, সার, চাল, গম আমদানি করছে। এগুলোর প্রভাব বাজারে পড়বে। বুধবার (১৩ নভেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এখন রিজার্ভ ভালো আছে । অর্থনীতি নিয়ে সরকার কোনো চাপে নেই। প্রকল্প নিয়ে বিগত সরকারের পাওনা অনেকটা পরিশোধ হয়েছে। ধীরে ধীরে বাকিটাও পরিশোধ হবে।
আগামী জানুয়ারি মাসের প্রথম দিকেই ষষ্ঠ, সপ্তম, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের নতুন বই দেওয়া হবে। বাকিগুলো নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :