ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১২:২০ পিএম

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ কী?

ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ কী? এ নিয়ে দেশব্যাপী একটা লম্বা সময় ধরেই আলোচনা চলছে। আর এবার সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। সংস্থাটি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আবারও আগের অবস্থায় ফিরে যাবে; অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে দেশে সেনা শাসন শুরু হবে।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষ্যে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। আর সেখানেই এ বিষয়টি উল্লেখ করেছে তারা।

সংস্থাটি বলছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি, অর্থনীতি, প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে সেগুলো বাস্তবায়ন করা খুব সহজ নয়। জনগণের আকাশচুম্বী প্রত্যাশাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম চ্যালেঞ্জ।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সরকারকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার করে তা জনগণের সামনে দৃশ্যমান করে তুলতে হবে। তাহলে জনগণের সমর্থন ধরে রাখা যাবে।

সকল পরিস্থিতি বিবেচনা করে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে সফল হওয়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্য ধরে রাখার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহায়তায় গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন দিতে হবে। কেননা, এই সরকার যতদিন ক্ষমতা ধরে রাখতে চাইবে, ততদিন নির্বাচনের দাবি আরও তীব্র হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

এক্ষেত্রে, রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপিকে হুমকি হিসেবে দেখছে আইসিজি। কেননা দেশের অতীত ইতিহাসে দেখা গেছে, নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই দেশকে অস্থিতিশীল করে তোলার পন্থা অবলম্বন করেছে।

আরবি/এফআই

Link copied!